সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

সাধারণ জ্ঞান

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ। 

ক। সৌদি আরবের রাজধানীর নাম কি?

উত্তর :  রিয়াদ।

খ। ভারতের মোট অঙ্গরাজ্য কয়টি?

উত্তর : ২৮টি।

গ। দূর প্রাচ্যের দেশ কয়টি?

উত্তর :  ৬টি।

ঘ। আমাদের মুক্তিযুদ্ধ কত মাস চলে?

উত্তর :  ৯ মাস (প্রায়)।

ঙ। মুক্তিযুদ্ধ পরিচালনা করে কোন সরকার?

উত্তর :  মুজিবনগর সরকার।

চ। চর্যাপদ কোন আমলে রচিত হয়?

উত্তর : পাল আমলে।

ছ। ICT-এর পূর্ণরূপ কী?

উত্তর : Information and  Communication Technology.

জ। গ্লোবার ভিলেজ কি?

উত্তর :  বৈশ্বিক গ্রাম।

ঝ। ইউরিয়ার প্রধান উপাদান কি?

উত্তর : মিথেন গ্যাস।

ঞ। বায়ুমন্ডলে কোন গ্যাসটি বেশি আছে?

উত্তর :  নাইট্রোজেন।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ। 

১. বাংলাদেশে কোথায় চুনাপাথর পাওয়া যায়?

ক.  ঢাকা খ. সিলেট গ. বরিশাল রা. খুলনা

উত্তর : খ. সিলেট।

২. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে?

ক.  ১৯৭১ খ. ১৯৭৫ গ. ১৯৪৭ ঘ. ১৯৪৫

উত্তর :  খ. ১৯৭৫।

৩. ইংরেজরা কত বছর ভারত উপমহাদেশ শাসন করে?

ক.  ২০০ খ. ১০০ গ. ৫০০ ঘ. ১০০০

উত্তর : ক.  ২০০

৪. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি?

ক.  সূর্য খ. তারা গ. চাঁদ ঘ. বুধ

উত্তর : গ. চাঁদ।

৫.  দূর প্রাচ্যের দেশ কোনটি?

ক.  চীন খ. মায়ানমার গ. ভারত ঘ. রাশিয়া

উত্তর : ক. চীন।

প্রশ্ন : নিচের বাক্যগুলোতে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।            

ক। সূর্যকে কেন্দ্র করে —টি গ্রহ স্বাধীনভাবে ঘুরছে।

খ। মিয়ানমারের রাজধানীর নাম —।

গ। বাংলাদেশ ১৬ ডিসেম্বর —হিসাবে পালন করে।

ঘ। — পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।

ঙ। — পৃথিবীর প্রথম কম্পিউটার।

উত্তর : ক। সূর্যকে কেন্দ্র করে টি গ্রহ স্বাধীনভাবে ঘুরছে।

খ। মিয়ানমারের রাজধানীর নাম নাইপিদো

গ। বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসাবে পালন করে।

ঘ। ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।

ঙ। এনিয়াক পৃথিবীর প্রথম কম্পিউটার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে