সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

গত ১২ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ এই তথ্য জানান।

তিনি জানান, মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। এ লক্ষ্যে সকল অংশীজনের সমন্বয়ে একটি নীতিমালার খসড়াও তৈরি করা হয়েছে। দ্রুততম সময়ে এটি চূড়ান্ত হয়ে যাবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্যতার আলোকে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যু থেকে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে