সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
গত ১২ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ এই তথ্য জানান।
তিনি জানান, মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। এ লক্ষ্যে সকল অংশীজনের সমন্বয়ে একটি নীতিমালার খসড়াও তৈরি করা হয়েছে। দ্রুততম সময়ে এটি চূড়ান্ত হয়ে যাবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্যতার আলোকে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যু থেকে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী।