কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৩৮৩ জন কারারক্ষী (নারী ও পুরুষ) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের সংখ্যা : পুরুষ কারারক্ষী পদে শূন্য পদ ৩৫৪টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পাস।
শারীরিক যোগ্যতা : পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৭ মিটার। বুকের মাপ ৮১.২৮ সেন্টিমিটার। ওজন ৫২ কেজি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০/-
পদের সংখ্যা : মহিলা কারারক্ষী পদে শূন্য পদ ২৯টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে।
শারীরিক যোগ্যতা : নারীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার। বুকের মাপ ৭৬.৮১ সেন্টিমিটার। ওজন ৪৫ কেজি।
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০/-
বৈবাহিক অবস্থা : প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
পুরুষ কারারক্ষী পদে জেলাভিত্তিক শূন্য পদ : ঢাকায় ৪৫টি, গাজীপুরে ১২, মুন্সিগঞ্জে ২৬, নারায়ণগঞ্জে ২৬, মাদারীপুরে ৭, শরীয়তপুরে ১৪, কিশোরগঞ্জে ৫, ময়মনসিংহে ৪, শেরপুরে ১, চট্টগ্রামে ৩৭, বান্দরবানে ৪, কক্সবাজারে ৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৩, চাঁদপুরে ৯, কুমিল্লায় ৮, খাগড়াছড়িতে ১, ফেনীতে ৫, লক্ষ্মীপুরে ৮, নোয়াখালীতে ৫, রাঙামাটিতে ৩, সিলেটে ৯, মৌলভীবাজারে ১০, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ৪, রাজশাহীতে ১, জয়পুরহাটে ২, নওগাঁয় ২, নাটোরে ২, বগুড়ায় ১, রংপুরে ১১, দিনাজপুরে ২, গাইবান্ধায় ৯, লালমনিরহাটে ৪, নীলফামারীতে ৪, পঞ্চগড়ে ২, ঠাকুরগাঁওয়ে ১, খুলনায় ৬, ঝিনাইদহে ৪, মাগুরায় ৮, নড়াইলে ৬, সাতক্ষীরায় ১৩, চুয়াডাঙ্গায় ২, মেহেরপুরে ২, ভোলায় ৩, ঝালকাঠিতে ২ ও পিরোজপুরে ৩টি।
মহিলা কারারক্ষী পদে জেলাভিত্তিক শূন্য পদ : ঢাকায় ৫টি, গাজীপুরে ১, নরসিংদীতে ১, টাঙ্গাইলে ১, কক্সবাজারে ১, কুমিল্লায় ২, ফেনীতে ১, লক্ষ্মীপুরে ১, নোয়াখালীতে ২, সিলেটে ১, মৌলভীবাজারে ১, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১, বরিশালে ১, ভোলায় ৪, ঝালকাঠিতে ১, পিরোজপুরে ১ ও পটুয়াখালীতে ২টি।
বয়সসীমা : ১ ডিসেম্বর ২০২২ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ২১ বছর (বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর) অতিক্রান্ত হয়নি, তাঁরাও আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীদের http://prison.teletalk.com.bd/home.php এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
যাদের আবেদন করার প্রয়োজন নেই: যেসব জেলায় শূন্য পদ নেই, সেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে হবে। অস্পষ্ট/ ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল করা হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা দেওয়া হবে না।
শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা : আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া কারা অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। শুধু প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যের প্রমাণের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র ও পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউপি চেয়ারম্যান/ সিটি করপোরেশনের কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ জমা দিতে হবে।
আবেদন ফি জমা দেয়া : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ: ১৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :