বাংলাদেশ একাডেমী অব সায়েন্স (বিএএস) কর্তৃক আয়োজিত ৫ম ইয়ং সায়েন্টিস্ট কংগ্রেসে যোগ দেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাশের উপাচার্য এমিরেটাস প্রফেসর ড. শাহজাহান খান। উক্ত কংগ্রেসে তিনি “Evidence-based decision in health studies: Role of systematic review and meta-analysis”এর উপর বক্তব্য দেন।

গত ২৫-২৭ নভেম্বর ঢাকার আগারগায়ে জাতীয় বিজ্ঞান ও টেকনোলোজি কমপ্লেক্সে অনুষ্ঠিত কংগ্রেস উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ: মান্নান। সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমী অব সায়েন্সের প্রেসিডেন্ট এমিরেটাস প্রফেসর একে আজাদ চৌধুরী। কংগ্রেসে ২০০-এর অধিক বিজ্ঞানী অংশগ্রহণ করেন।  এসময় বাংলাদেশ একাডেমী অব সায়েন্সের ( বিএএস) সেক্রেটারী হাসিনা খান তার হাতে ক্রেস্ট তুলে দেন।

ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেশন চেয়ার প্রফেসর হাসান মাহমুদ রেজা এবং বিএএস ফেলো  প্রফেসর ড. মেজর জেনারেল (অব.) মতিউর রহমান এবং প্রফেসর ইয়ারুল কবির।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে