ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬টি পদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবন, লেভেল-৬, প্লট নম্বর-২৩-২৬, রোড-৪৬, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানানো হয়েছে।

যেসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো হলো-ভিডিও ক্যামেরাম্যান, ফটোগ্রাফার, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, পরিচ্ছন্নতা পরিদর্শক ও ওয়ার্ড সচিব।

মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে।

ডিএনসিসির ৬টি পদের মৌখিক ব্যবহারিক পরীক্ষার সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.dncc.gov.bd/sites/default/files/files/dncc.portal.gov.bd/notices/bfeb25b8_aef4_4817_9eba_c5fc51248bf2/2022-11-29-05-43-3e76e617f639363bee7710002a7a5a4b.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে