সোনারগাঁও ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও এসইউ’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আয়োজিত বাংলাদেশের আরএমজি শিল্পে টেক্সটাইলের গুণমানের নিশ্চয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এসইউ’র ট্রেজারার প্রফেসর মো: আল-আমিন মোল্লা এবং রেজিস্ট্রার এস. এম. নূরুল হুদা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কী নোট স্পিকার ছিলেন কিউএ অ্যান্ড পিপি জেডএক্সওয়াই ডিভিশনের এজিএম মো: এরশাদ মন্ডল এবং চেয়ারর্ড হিসেবে ছিলেন এসইউ’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম।

আর এম জি বা রেডি মেইড গার্মেন্টস বা তৈরী পোশাক শিল্প হলো পরিধান করার মতো পরিপূর্ণ পোশাক বা ফিনিশ্ট টেক্সটাইল যা উৎপাদন করা হয়। বাংলাদেশের মোট বৈদেশিক আয়ের ৮১ শতাংশ আর এম জি  অর্থাৎ রেডি মেইড গার্মেন্টস খাত থেকে আসে। বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অগ্রগতি ধরে রেখেছে আর এম জি সেক্টর। তবে বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল ও আরএমজি সেক্টরে বিদেশীদের আধিপত্য রয়েছে। আরএমজি খাতে বিদেশী ব্যক্তিদের আধিক্য থাকার প্রধান কারণ এ দেশে গার্মেন্টস সেক্টরে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি চালানোর দক্ষ ব্যক্তির অভাব।

এ প্রসঙ্গে বলতে গিয়ে সেমিনারের চেয়ারর্ড এসইউ’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত মান ও আউট কাম বেইজড এডুকেশন নিশ্চিত করার লক্ষ্যে, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে লিংকেজ বৃদ্ধি করা খুবই  প্রয়োজন৷ এরই ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গার্মেন্টস সেক্টরের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন  রিসোর্স পারসন নিয়ে বাস্তবমুখী প্রযুক্তি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝে নলেজ শেয়ার করার উদ্দেশ্যে আজকের এই সেমিনারের আয়োজন ৷ আমরা  সিলেবাসের বাইরেও ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম ও কো-কারিকুলার এক্টিভিটিস দ্বারা তাদের লিডারশীপসহ দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে