সহজ জয়ে ২০১৪-১৫ মৌসুমের পর দ্বিতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হলো রংপুর। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। শিরোপার জন্য ড্র করলেই হতো রংপুরের। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় লিগের শিরোপার জন্য সিলেটকে জিততেই হতো। তবে ছোট লক্ষ্যটাকে কঠিন করার কম চেষ্টা করেননি সিলেটের বোলাররা। কিন্তু আজ খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদরা বিশেষ কিছু করতে পারেননি।
এর আগে ইবাদতের ৫ ও রেজাউর রহমানের ৪ উইকেটে প্রথম ইনিংসে রংপুর গুটিয়ে যায় ১৮৮ রানেই। তবে প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট সিলেট দ্বিতীয় ইনিংসেও থামে ১৬৮ রানে। জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিততে হলে রংপুর বিভাগকে মাত্র ৮৮ রান তাড়া করতে হতো। আজ তৃতীয় দিনে সকালের সেশনেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। মূলত ব্যাটিং ব্যর্থতাই সিলেটের হারের কারণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে