টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব আজ থেকে শুরু হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া মহাদেশের দুই পরাশক্তি। স্বাগতিক অস্ট্রেলিয়া টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। টস ভাগ্য খারাপ হলেও কিউইদের শুরুটা হয়েছে দুর্দান্ত। ১০.১ ওভারেই শতরান করেছে কিউইরা। হারিয়েছে মাত্র এক উইকেট।

পাওয়ারপ্লেতে ৬৫ রান যোগ করেন কিউই দুই ওপেনার। দলের হয়ে ওপেনিং নেমে ফিন এ্যালেন শুরু থেকেই অজি বোলারদের তুলোধুনো করেন ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

দলীয় ৫৬ রানে আউট হন অ্যালন। আরেক ওপেনার ডেভিড কনওয়ে ৫৮ বলে অপরাজিত ৯২ রান করেন। ওয়ান ডাউন পজিশনে নামা কেন উইলিয়ামসন ২৩ বলে রান করেন ২৩, এরপর ফিলিপস ১২ বলে ১০ রান করে আউট হয়ে গেলেও নিশাম ১৩ বলে ২৬ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করতে পারে নিউজিল্যান্ড। এরপর ২০১ রানের টার্গেটে ব্যাট করবে অস্ট্রেলিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে