বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) লস্কর, ভান্ডারী ও তোপাষ পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ২৩ অক্টোবর শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। রাজধানীর মতিঝিলে অবস্থিত বিআইডব্লিউটিএ ভবনে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানা যায়, লস্কর পদের পরীক্ষা ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত নেওয়া হবে।
প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। দিনে ৬০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। ভান্ডারী পদে ২৩ ও ২৪ অক্টোবর বেলা ২টা থেকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। দিনে ৪০ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া তোপাষ পদের মৌখিক পরীক্ষা ২৫ ও ২৬ অক্টোবর বেলা ২টায় শুরু হবে। দিনে ২৮ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।