মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্টেশন কন্ট্রোলার পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক পরীক্ষা ১৮ অক্টোবর বেলা ২টায় স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের পাশে এফআরইপিডি অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০।
ডিএমটিসিএলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনস্তাত্ত্বিক পরীক্ষার প্রবেশপত্র প্রার্থীদের বর্তমান ঠিকানায় ডাকযোগে পাঠানো হচ্ছে। ডিএমটিসিএল কার্যালয় থেকেও প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে নির্ধারিত স্থানে লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার প্রবেশপত্রসহ উপস্থিত থাকতে হবে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।