বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অনার্সের পরীক্ষা আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। রুটিন প্রকাশ করা হবে আগামী ১৮ অক্টোবর। রুটিন অনুযায়ী প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষা একটানা অনুষ্ঠিত হবে।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘আমদের বেশিরভাগ শিক্ষার্থী কর্মজীবী। তাদেরসহ সকল শিক্ষার্থীর সুবিধা বিবেচনা করে রুটিন প্রস্তুত করেছি। আগামী ২৫ নভেম্বর পরীক্ষা শুরু হবে। পরীক্ষার রুটিন আগামী ১৮ অক্টোবর প্রকাশ করা হবে।‘

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী কর্মজীবী হওয়ায় তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে রুটিন প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী যথাযথ প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়ে পরীক্ষার রুটিন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে