উয়েফা নেশন্স লিগে জাতীয় দলের জার্সিতে গোল পাননি তিনি। তবে বার্সার জার্সিতে ঠিকই গোল পেলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। লেভার দেওয়া একমাত্র গোলে মায়োর্কাকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। ম্যাচ শুরু আগে চাপে ছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। আন্তর্জাতিক বিরতিতে চোটে পড়ছেন সেরা একাদশের একাধিক ফুটবলার। জুলস কুন্দে, রোনাল্ড আরাউহো, ফ্রেঙ্কি ডি ইয়ং, মেম্ফিস ডিপাইয়ের মতো তারকা ফুটবলাদের বাদ দিয়ে রণকৌশল সাজাতে হয়েছে বার্সার সাবেক অধিনায়কে। এরপর প্রভাব ছিল ম্যাচেও। প্রতিপক্ষের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও বার্সার সঙ্গে সমান টেক্কা দিয়েছে মায়োর্কা। একপর্যায়ে স্প্যানিশ জায়ান্টদের ওপর বেশ চাপও সৃষ্টি করেছিল তারা। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেন দলবদলে বায়ার্ন মিউনিখ থেকে বার্সা যোগ দেয়া পোলিশ তারকার গোল। স্প্যানিশ লিগে এ নিয়ে সাত ম্যাচে লেভানদোভস্কির গোল সংখ্যা বেড়ে দাঁড়াল নয়ে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২০ মিনিটেই দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ৭ ম্যাচে কাতালানদের পয়েন্ট ১৯। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। তবে আজ রবিবার (২ অক্টোবর) রাতে নিজেদের মাঠে ওসাসুনার বিপক্ষে জিতলেই আবারও শীর্ষে উঠে যাবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে