বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোডের ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ৫ টায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং মিষ্টি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এসইউ’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর শামীম আরা হাসান, এসইউ’র ট্রেজারার প্রফেসর মো: আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. এম এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: আলমগীর হোসেন, ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর আবুল কালাম, এসইউ’র ছাত্রকল্যাণ উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) মো: ইয়াকুব আলী, এসইউ’র রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার ও পিএস টু ভিসি গিয়াসউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বপ্নদর্শী ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর জীবনী নিয়েও বক্তারা আলোচনা করেন।