বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী ইঞ্জিনিয়ার পদের নিয়োগের এমসিকিউ পরীক্ষা আগামী ৭ অক্টোবর রাজধানীর কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯৭২।
বেবিচক এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মোতাবেক, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ৮ অক্টোবর এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় নির্বাচিত প্রার্থীদেরকে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময় ও তারিখে কোনো প্রার্থী উপস্থিত না হলে তাঁকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
উল্লেখ্য, কুর্মিটোলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।