বন অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত অস্থায়ী ভিত্তিতে ফরেস্ট গার্ড পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফরেস্ট গার্ড। 

পদের সংখ্যা: ৮৯টি (রাজশাহী বিভাগ-৪৮টি, রংপুর বিভাগ-৪১টি)।

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।

বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০/-

যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : রাজশাহী বিভাগে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলা। রংপুর বিভাগে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।।

অনলাইনে আবেদন করার ঠিকানা :  অনলাইনে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন: http://cfbog.teletalk.com.bd/

আবেদন ফি জমা দেয়া : ফি ৫০ টাকা। তবে সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনপত্র জমা দেয়া ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ১৫ সেপ্টেম্বর ২০২২, সকাল ১০টা থেকে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩০ সেপ্টেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.bforest.gov.bd/sites/default/files/files/bforest.portal.gov.bd/notices/b6c5d6f5_14b8_4af0_a9fc_4db412e5f386/2022-09-04-05-02-905076be1897689e787e143b4a8d5cd9.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে