লিজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি) খেলার প্রস্তাব মাশরাফি বিন মুর্তজা আগেই পেয়েছিলেন। গত মাসের শুরুর দিকে সে প্রস্তাব পাওয়ার পর বলেছিলেন, খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেননি, পরে ভেবে দেখবেন।

গতকাল লিজেন্ডস লিগের দল ইন্ডিয়া ক্যাপিটালস তাদের অফিশিয়াল টুইটারে ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে। সেখানে গৌতম গম্ভীরের নেতৃত্বে ইন্ডিয়া ক্যাপিটালস দলে জ্যাক ক্যালিস, রস টেলর, মিচেল জনসন, হ্যামিল্টন মাসাকাদজাদের সঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফির নামও ছিল। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম খবরও প্রকাশ করে এ বিষয়ে। কিন্তু এখন জানা গেছে, মাশরাফি লিজেন্ডস লিগে খেলছেন না।

লিজেন্ডস ক্রিকেট লিগ যাত্রা শুরু করেছে এ বছরই। মাসকটে এলএলসির প্রথম প্রতিযোগিতা হয়েছে এ বছরের জানুয়ারিতে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা এ লিগের দ্বিতীয় আসরটি ১৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে ভারতের ছয়টি শহরে।

২২ দিনের এই লিগ আয়োজন করা হবে কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোটে। চার দলের ফ্র্যাঞ্চাইজি লিগের এ প্রতিযোগিতায় মোট ম্যাচ ১৫টি।

মাসকটে এলএলসির প্রথম আসরে দল ছিল তিনটি। সেবার ভারত মহারাজাসকে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ কাইফ, ড্যারেন স্যামি ছিলেন জায়ান্টসের অধিনায়ক আর মিসবাহ-উল-হক নেতৃত্ব দিয়েছিলেন লায়ন্সকে। ফাইনালে লায়ন্সকে ২৫ রানে হারিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জায়ান্টস।

২০২০ সালে জাতীয় ক্রিকেট দলে শেষ খেললেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি মাশরাফি। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমেও খেলেছেন বাংলাদেশের ইতিহাসের সফলতম পেসার। লিজেন্ডস লিগে সাধারণত সাবেক ক্রিকেটাররাই খেলে থাকলেও এবার ইন্ডিয়া ক্যাপিটালস দলে মাশরাফি ছাড়াও আছেন রবি বোপারা, লিয়াম প্লাঙ্কেটরা, যাঁরা খেলছেন এখনো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে