নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীর। এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এনামুল হক আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এনামুল হক আরাফাত জানান, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. গোলামকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে চার বছর ভিসি পদে দায়িত্ব পালন করবেন। তবে আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে