বাংলাদেশ বিমানবাহিনীতে রাজস্ব খাতের বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে ৩৭৪ জন কর্মী নিয়োগের বিভিন্ন পদের লিখিত পরীক্ষা ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এসব পদে মোট প্রার্থীর সংখ্যা ৫৬ হাজার ৫২৮।

বিমানবাহিনীর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গবেষণাগার সহকারী, নকশাকার গ্রেড-৩, মিডওয়াইফ, ফায়ার ফাইটার, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি), মিস্ত্রি ক্লাস-১ (ইঞ্জিন ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (ওয়্যারলেস ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (ইনস্ট্রুমেন্ট ফিটার), মিস্ত্রি ক্লাস-২ (এয়ারফ্রেম মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (আর্মামেন্ট মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (জেনারেল মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (ওয়্যারলেস মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (ইনস্ট্রুমেন্ট মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার), মিস্ত্রি ক্লাস-২ (কার্পেন্টার), মিস্ত্রি ক্লাস-২ (পেইন্টার), মিস্ত্রি ক্লাস-২ (ওয়েল্ডার), মিস্ত্রি ক্লাস-২ (বাইন্ডার) ও ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) পদের লিখিত পরীক্ষা কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা রাজধানীর কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজ, তেজগাঁওয়ের বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ, বিএএফ শাহীন কলেজ ও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে আগামী ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও স্টোরম্যান পদের লিখিত পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর রাজধানীর কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজ ও তেজগাঁওয়ের বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত সময়সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

https://joinairforce-civ.baf.mil.bd/exam-schedule

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে