প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদের মৌখিক পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল নয়টায় পরীক্ষা শুরু হবে। ৩২টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬১ জন্য প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড পরীক্ষার্থীর জন্য ইস্যু করা হবে না। এর আগে ইস্যুকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রার্থীদের করোনাবিষয়ক স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদের রোল নম্বর ও মৌখিক পরীক্ষার সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :