ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৫ ধরনের পদে ৭১১ জনকে নিয়োগ দেওয়ার জন্য আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে আহ্বান করা হয়েছে।

পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)
পদের সংখ্যা: ৫৫০টি।
আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম) হতে হবে। ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও অবিবাহিত হতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-

পদের নাম: ড্রাইভার (অবিবাহিত)
পদের সংখ্যা: ১৫০টি।
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি পাস। উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম) ও ওজন ন্যূনতম ১১০ পাউন্ড হতে হবে। ত্রুটিমুক্ত শারীরিক গঠন। ভারী যান চালনায় বৈধ লাইসেন্সধারী ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-

পদের নাম: মাস্টার ড্রাইভার (মেরিন)
পদের সংখ্যা: ৩টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদের সংখ্যা: ৪টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-

পদের নাম: স্পিডবোট ড্রাইভার।
পদের সংখ্যা: ৪টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-

বয়সসীমা : ১ আগস্ট ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

অনলাইনে আবেদন ফরম পূরণের ঠিকানা : আগ্রহী প্রার্থীদের http://www.fireservice.gov.bd

এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি জমা দেয়া : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ : ৩১ আগস্ট ২০২২, সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২১ সেপ্টেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন : ফায়ার ফাইটার (পুরুষ) পদের বিস্তারিত জানতে :

http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/fec9dc43_92be_43e7_874a_4146628b63d0/2022-08-25-10-18-4924b1b93a21559d4af5c4c07f275b41.pdf

অন্যান্য পদের বিস্তারিত জানতে :

http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/ce399d02_9fba_4f07_85e1_682f9aafe4d3/2022-08-25-10-32-24b7d67a54e7df09798c7f6bd6076d77.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে