উলভারহ্যাম্পটনের বিপক্ষে গোল করে আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোর রেকর্ডটা ভাঙার সাথে সাথে হ্যারি কেইন টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে জিতিয়েছেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষেও উঠে এসেছে স্পার্সরা।

গত ২০ আগস্ট উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলার ৬৪ মিনিটে হ্যারি কেইনের গোলই টটেনহ্যামকে জয় পাইয়ে দেয়। এই গোলের পর প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হয়ে কেইনের গোলের সংখ্যা হয় ১৮৫। এর ফলে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নেন হ্যারি কেইন। এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা ছিল সার্জিও আগুয়েরোর। ম্যানচেস্টার সিটির হয়ে ১৮৪ গোল করে ক্যারিয়ার শেষ করেছিলেন তিনি, যার শেষ দুটো এসেছিল আবার নিজের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে। ১৮৩ গোল নিয়ে এই তালিকার তিনে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি।

এই ম্যাচে টটেনহ্যামও গোলের মাইলফলক ছুঁয়েছে। কেইনের এই গোল ছিল প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে টটেনহ্যামের ১০০০তম গোল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে