পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের ওপর চটেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েইন রুনি। ফরাসি লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে পিএসজির ম্যাচে লিওনেল মেসিকে এমবাপ্পের ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছেন সাবেক এই ইংলিশ স্টাইকার। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছেন, এমবাপ্পেকে মনে করিয়ে দেওয়া উচিত যে তার বয়সে মেসির চারটি ব্যালন ডি’অর ছিল।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার এমবাপ্পে গত কয়েক বছর ধরেই ক্ষুরধার পারফরম্যান্সের জন্য খবরের শিরোনাম হচ্ছেন। তবে সম্প্রতি তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন মাঠে তার আচরণ নিয়ে।

গত শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজি মুখোমুখি হয়েছিল মঁপেলিয়ের। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা ৫-২ গোলের জয় পেলেও ম্যাচটা নিয়ে চর্চা চলছে সম্পূর্ণ ভিন্ন কারণে।

সেদিন প্রথমার্ধের ২৩তম মিনিটে পিএসজি পেনাল্টি পেলেও এমবাপে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন। বিরতির কিছু সময় আগে আরেকটি পেনাল্টি পায় তারা। ওই দফায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার স্পট-কিক নিতে এগিয়ে গেলে তার সঙ্গে তর্ক জুড়ে দেন এমবাপে। শেষ পর্যন্ত নেইমারই শট নিয়ে বল জালে পাঠান। কিন্তু এমবাপের শরীরী ভাষায় অসন্তোষ ছিল স্পষ্ট। সেখানেই শেষ নয়। প্রথমার্ধের শেষদিকে একটি পাল্টা আক্রমণের সময় ভিতিনহা এমবাপেকে খুঁজে না নিয়ে মেসিকে পাস দিলে খেপে যান তিনি। ক্ষোভে হাত ছুঁড়ে মাঝমাঠের একটু সামনে দাঁড়িয়ে যান। ওই আক্রমণে আর অংশ নেননি তিনি।

সম্প্রতি একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা মেসিকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এমবাপে। সেটা ঘটেছিল নেইমারের স্পট-কিক নেওয়ার ঠিক আগে।

রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে দিয়ে গত মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করা এমবাপের এসব কর্মকাণ্ড একেবারেই মানতে পারছেন না রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের কোচের দায়িত্বে। ডিপার স্পোর্টসের বরাতে বৃহস্পতিবার মেসিকে ধাক্কা দেওয়ার বিষয়ে রুনির প্রতিক্রিয়া জানিয়েছে ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা, ‘২৩ বছর বয়সের একজন খেলোয়াড় মেসিকে ধাক্কা দিল। এমন অহং আমি আমার জীবনে আর কারও দেখিনি। কারও উচিত এমবাপেকে এটা মনে করিয়ে দেওয়া যে মেসির বয়স যখন ২৩ ছিল, তখনই সে চারটি ব্যালন ডি’অর জিতেছিল।’

রুনির বক্তব্যে তথ্যগত কিছুটা ভুল রয়েছে। মেসি ২০১২ সালে যখন চতুর্থ ব্যালন ডি’অর জিতেছিলেন, তখন তার বয়স ছিল ২৫। অবশ্য ২৩ বছর বয়সে তিনি স্বাদ পেয়েছিলেন বর্ণাঢ্য ক্যারিয়ারের দ্বিতীয় ব্যালন ডি’অরের। এমবাপে এখনও বর্ষসেরার এই মর্যাদাপূর্ণ পুরস্কারের নাগাল পাননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে