বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ১৪ ব্যাচ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

গত ১৭ আগস্ট বাউবি’র ওয়েবসাইটে প্রকাশ করা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য মোতাবেক জানা গেছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ৮ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে পাঠাতে হবে।

এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হবে। বাউবি’র পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে