পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগ (লিখিত) পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে অনুসারে, কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য টেলিটক থেকে পরীক্ষার্থীদেরকে খুদেবার্তা পাঠিয়ে জানানো হয়েছে।
উল্লেখ্য, লিখিত পরীক্ষার কেন্দ্রের নাম পরীক্ষার নির্ধারিত তারিখের তিন দিন আগে টেলিটক থেকে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে। এ সংক্রান্ত তথ্য এ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।