সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা ১৭ আগস্ট বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৪২৯ জন প্রার্থীর লিখিত পরীক্ষা ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো প্রার্থীকে মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
কমিশনের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রসহ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :