টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের তিন পদের লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে নেওয়া হবে। টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের কোম্পানি সচিব, উপমহাব্যবস্থাপক (কারিগরি) ও সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষা আগামী ১২ আগস্ট (শুক্রবার) রাজধানীর বনানীর ব্লক-আই, রোড নম্বর-১-তে অবস্থিত টিঅ্যান্ডটি বালক উচ্চবিদ্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার ফল ওই দিনই প্রকাশ করা হবে। কোম্পানি সচিব পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বিকেল ৪টা থেকে ও উপমহাব্যবস্থাপক (কারিগরি) পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বিকেল ৫টা থেকে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সহকারী প্রোগ্রামার পদের উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট পরীক্ষা জিপিও, ঢাকায় ১৩ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল ওই দিনই প্রকাশ করা হবে। সহকারী প্রোগ্রামার পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ওই দিন বিকেল ৫টা থেকে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষার সময় আবেদনের কপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, তিন কপি রঙিন ছবি ও নাগরিকত্বের কপি দেখাতে হবে।
পরীক্ষার সময়সূচি বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :