হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের জুনিয়র অডিটরের ৪৫৭টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৩ আগস্ট হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের উপহিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-২) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব মানিক হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের www.cga.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া মৌখিক পরীক্ষার সময়সূচি এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এমসিকিউ ও লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষায় দেখাতে হবে এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে, নষ্ট হলে বা চুরি হয়ে গেলে http://cga.teletalk.com.bd/err.php?err=532 এই ওয়েবসাইট থেকে আবার ডাউনলোড করা যাবে।