বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষা (এমসিকিউ) আগামী ৬ আগস্ট (শনিবার) বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তিনটার পর কোনো প্রার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। সহকারী স্টেশন মাস্টার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫৩১ জন।
রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আট বিভাগ এবং বগুড়ায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বিভাগে। এ বিভাগে মোট পরীক্ষার্থী ৬২ হাজার ২২৯ জন।
এ ছাড়া ময়মনসিংহে ২৭ হাজার ৪১৯ জন, রাজশাহীতে ৩৯ হাজার ৬৮৫, বরিশালে ২৩ হাজার ৩০৪, সিলেটে ১০ হাজার ৫১২, খুলনায় ৪৮ হাজার ৯০, চট্টগ্রামে ৫৬ হাজার ৩৫৬, রংপুরে ৫২ হাজার ৭৯৭ এবং বগুড়ায় ২০ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী।
প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার কেন্দ্রে কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
বিস্তারিত আসন বিন্যাস, কেন্দ্রের নাম ও রোল নম্বর দেখতে নিচের লিংকে ক্লিক করুন :