বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ৬ ধরনের পদে ৭ জনকে নিয়োগ দেয়ার জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে আবেদন করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে আহ্বান করা হয়েছে।
পদের নাম: অতিরিক্ত পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন)।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা/প্রশাসন/গবেষণা/পরিকল্পনা ও উন্নয়ন–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে অন্তত ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উপপরিচালক/সমমান পদে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ ধারণা থাকতে হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪৮ বছর।
বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০/-
পদের নাম: অতিরিক্ত পরিচালক/ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরফেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। ওরাকল/লিনাক্স/সিসকো/মাইক্রোসফটে সনদ থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আইটি ইঞ্জিনিয়ার/সিস্টেম অ্যানালিস্ট/সমমান পদে ন্যূনপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ ধারণা থাকতে হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪৮ বছর।
বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০/-
পদের নাম: অতিরিক্ত পরিচালক (স্ট্র্যাটেজিক প্ল্যানিং কোয়ালিটি অ্যাস্যুরেন্স)।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উপপরিচালক/সমমান পদে ন্যূনপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ ধারণা থাকতে হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪৮ বছর।
বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০/-
পদের নাম: উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/ইউআরপি/বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিগ্রি অথবা অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র সহকারী পরিচালক/সমমান পদে ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ ধারণা থাকতে হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/-
পদের নাম: উপপরিচালক/আইটি ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরফেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। ওরাকল/লিনাক্স/সিসকো/মাইক্রোসফটে সনদ থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অথবা আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/কম্পিউটার প্রোগ্রামার/সমমান পদে ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/-
পদের নাম: উপপরিচালক/সিস্টেম অ্যানালিস্ট।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরফেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। ওরাকল/লিনাক্স/সিসকো/মাইক্রোসফটে সনদ থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অথবা আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/কম্পিউটার প্রোগ্রামার/সমমান পদে ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/-
জেনে রাখুন : আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে তথ্য পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রসহ কমিশনে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি জমা দেয়া : আবেদন ফি বাবদ সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১০০০ এবং ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ৮০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনপত্রে যেসব কাগজপত্র জমা দিতে করতে হবে : নির্ধারিত ছক অনুযায়ী জীবনবৃত্তান্ত। পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের রসিদ। সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি। সব পরীক্ষা পাসের সনদ/প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি। অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি। নিজ জেলার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদের সত্যায়িত ফটোকপি। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত ফটোকপি।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আবেদনপত্র সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২২।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :