বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য এবং জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান লবণাক্ততা সহিষ্ণু তিনটি সরিষার জাত এবং বাউধান-৩ উদ্ভাবনের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিআইপি মর্যাদায় এআইপি (এগ্রিকালচারলি ইম্পরট্যান্ট পারসন) হিসেবে নির্বাচিত হয়েছেন ।

গত ২৭ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বাকৃবি উপাচার্যের হাতে এই পদক তুলে দেন।

এর আগে গত ২৪ জুলাই এআইপি হিসেবে মনোনীত ১৩ জনের নামে গেজেট আকারে প্রকাশ করা হয়। এআইপি হওয়া ব্যক্তিরা অন্যান্য ক্ষেত্রে সিআইপিদের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন। মনোনীতরা এআইপি কার্ডের সাথে মন্ত্রণালয় থেকে একটি প্রশংসাপত্র পাবেন। এআইপির মেয়াদ হবে এক বছর (চলতি বছরের জুলাই থেকে পরের বছরের জুন মাস পর্যন্ত)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে