স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ জননিরাপত্তা বিভাগের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টাফ অফিসার এই তিনটি পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই ৩টি পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬২৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ১৬ জুন, ব্যক্তিগত কর্মকর্তা পদের পরীক্ষা ২৩ জুন ও স্টাফ অফিসার পদের পরীক্ষা ৩০ জুন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

কোনো প্রার্থীকে মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো পরীক্ষার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

বিস্তারিত সময়সূচি জানতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/7711fe61_a945_49cc_8348_6fff4b8e653b/bpsc_002.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে