জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের টেকনিক্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী যেকেউ আবেদন করতে পারবেন।
পদের নাম : টেকনিক্যাল অফিসার।
পদের সংখ্যা : ১টি।
আবেদন যোগ্যতা : ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পাবেন।
বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য ।
বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। গ্রামীণ ও অতি দরিদ্র মানুষের সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর গাইবান্ধা ও জামালপুরে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : ২৮০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আবেদনপত্র পাঠানো যাবে এপিসি (এইচআরডি), মানব সম্পদ বিভাগ, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিস, গোবিন্দ নগর (কলেজ পাড়া), ঠাকুরগাঁও-৫১০০- এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ২ জুন, ২০২২।