দুর্নীতি দমন কমিশনে ৩ ধরনের পদে ১৬৪ জনকে নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশী স্থায়ী নাগরিকদের  কাছ থেকে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে আহ্বান করা হয়েছে।

পদের নাম : কোর্ট পরিদর্শক।

পদের সংখ্যা : ১৩টি।

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি বা এলএলবি ডিগ্রি।

বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-

পদের নাম : গাড়িচালক।

পদের সংখ্যা : ২৬টি।

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এসএসসি পাস বা সমমানের ডিগ্রি। হালকা ও ভারী গাড়ি  চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-

পদের নাম : কনস্টেবল।

পদের সংখ্যা : ১২৫টি।

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এসএসসি পাস বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল : ৯০০০-২১৮০০/-

বয়সসীমা : ১ জুন ২০২২ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://acc.teletalk.com.bd

এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময়: ১ জুন ২০২২, সকাল ১০টা থেকে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়া ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১ ৫ জুন ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

http://acc.org.bd/sites/default/files/files/acc.portal.gov.bd/notices/1eb776ae_673a_40c5_a3b0_6142e156f084/2022-05-12-07-04-7f3faeb45ed03a2a83e8aad360ad76ef.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে