সোনারগাঁও ইউনিভার্সিটির ১ম সমাবর্তনে EEE বিভাগ (সামার-২০২০) থেকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল পান মোসা: মারফি আরা। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১৯৯৯ সালে ইলেক্ট্রিক্যাল বিভাগে ডিপ্লোমা পাস করেন। এরপর ২০০০ সালে সাভার ডিইপিজেডের বেক্সিমকো ফ্যাশনে চাকরি শুরু করেন। ২০০১ সালে মোসা: মারফির বিয়ে হয়ে যায়। তার এক ছেলে ও এক মেয়ে। আগের চাকরি ছেড়ে তিনি আবার নতুন করে সিগমা পলিটেকনিকে চাকরি নেন। ওই সময় তার সহকর্মীরা মারফিকে গ্র্যাজুয়েশন করতে বলে। মাকে নতুন করে পড়াশোনা করার কথা বললে তিনি রাজি হয়ে যান। ২০১৭ সালের জানুয়ারি মাসে মোসা: মারফি ভর্তি হন তার প্রিয় সোনারগাঁও ইউনিভার্সিটির EEE (Electrical and Electronics Engineering) বিভাগে। ১৭ বছর পরে প্রথম ক্লাসে গিয়ে কিছুটা ভয় পেয়েছিলেন। প্রথম দিন ক্লাসে ঢুকতেই তাকে সবাই শিক্ষক ভেবে সালাম দেয়। তখন তিনি অনেক লজ্জা পেয়েছিলেন। তাদের প্রথম ক্লাস ছিল পদার্থবিজ্ঞানের ওপর। অনেক প্রিয় সোনিয়া ইমা ম্যাম ক্লাসটি নিয়েছিলেন। তিনি জানান, প্রথমে অনেক ভয় পেয়েছিলাম এই ভেবে যে, এই সময়ে এসে হয়তো ভালো রেজাল্ট করতে পারব না। তবে প্রথম সেমিস্টারে সিজিপিএ-৪ পাওয়ায় অনেক খুশি হয়েছিলাম এবং আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। এরপর সব সেমিস্টারে ভালো রেজাল্ট করার ইচ্ছা নিয়ে আমি পড়াশোনা করেছি। আমি আমার ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়েছি। সব সেমিস্টারে একই ফলাফল করতে সক্ষম হই। ফলে প্রত্যেক সেমিস্টারে আমি স্কলারশীপ পেয়েছি। থিসিস করেছি সোনারগাঁও ইউনিভার্সিটির আমার প্রিয় রাকিবুল আলম স্যারের কাছে। এ ছাড়া ইউনিভার্সিটির রইসউদ্দীন মোল্লা স্যারের কথা না বললেই নয়। তিনি আমাদের অনেক সাহায্য করেছেন। আমার এই কৃতিত্বের পেছনে বিভাগের প্রধান থেকে শুরু করে সব শিক্ষক এবং আমার সহপাঠীদের অবদানও কম নয়। সেই সাথে আমার মা ও ভাইয়ের অবদানও অনেক, কেননা এদের ছাড়া আমার পক্ষে অসম্ভব ছিল এই রেজাল্ট করা। সাথে আমার ছেলে ও মেয়ের সাপোর্টও ছিল অনেক। তবে আমার স্বামী, যার সাপোর্ট অনেক বেশি দরকার ছিল, তিনি সে রকম সাপোর্ট করতে পারেননি।
সবশেষে বলতে চাই, আমি অনেক খুশি এই জন্য যে আমি সোনারগাঁও ইউনিভার্সিটির চ্যান্সেলর’স গোল্ড মেডেলিস্ট। আমার রেজাল্টের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষক ও কর্তৃপক্ষের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। কাজেই শিক্ষার্থীদের একটা কথা মনে রাখা উচিত, বয়স কোনো ব্যাপার নয়, ইচ্ছে থাকলে সবকিছু করা সম্ভব।