পদের নাম : সাধারণ আনসার (পুরুষ)।
আবেদন করার যোগ্যতা : বয়স : ১৫ মে ২০২২ তারিখে ন্যুনতম বয়স ১৮ বছর এবং ২১ মে ২০২২ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর।
শারীরিক যোগ্যতা: উচ্চতা: ৫ ফুট এবং ৪ ইঞ্চি। বুকের মাপ : ৩০/৩২”,
দৃষ্টিশক্তি : ৬/৬।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমান পরীক্ষায় পাস।
বেতন ও সুযোগ সুবিধা: প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক ১৬,২০০ টাকা (সমতল এলাকায়) এবং ১৭,৪০০ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন। প্রতি বছর ২টি উৎসব ভাতা ৯,৭৫০ টাকা হারে প্রাপ্য হবেন । দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে দেয়া হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।
অনলাইনে আবেদন করার নিয়ম : ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd)-এ ‘সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ করার শুরুর তারিখ ও সময়: ১৫ মে ২০২২, রাত ১২টা থেকে আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ করার শেষ তারিখ ও সময়: ২১ মে ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
রেজিস্ট্রেশন ফি : ২০০টাকা, অনলাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশের মাধ্যমে জমা দিতে হবে।
রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২১ মে ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত।
যাচাই–বাছাইয়ের সময় যেসব কাগজপত্র দেখাতে হবে : লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের কনফারমেশন প্রবেশপত্রের (ডকুমেন্টের) মূল কপি, ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি, যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সেগুলো সাথে আনতে হবে।
প্রশিক্ষণ গ্রহণ : চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।