সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষের সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা আগামী ২০ মে, (শুক্রবার) বিকাল ৩ টায় রাজধানীর সরকারী তিতুমীর কলেজ ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে অবশ্যই মাস্ক পরিধান করে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পূর্বেই কেন্দ্রে উপস্থিত হতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্যকোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস পরীক্ষার্থীদের সাথে রাখা যাবে না।