বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ৬ ধরনের পদে ৯ জনকে নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে আহ্বান করা হয়েছে।
পদের নাম : সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন)। (বিভাগের নাম: প্রো-ভাইস চ্যান্সেলর অফিস।)
পদের সংখ্যা : ১টি ( স্থায়ী)।
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০/-
পদের নাম : সহকারী এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার। (বিভাগের নাম : পানি সম্পদ কৌশল।)
পদের সংখ্যা : ১টি ( স্থায়ী)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : প্রশাসনিক অফিসার। (বিভাগের নাম : ডাইরেক্টরেট অব কন্টিনিউইং এডুকেশন।)
পদের সংখ্যা : ১টি ( স্থায়ী)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সায়েন্টিফিক অফিসার। (বিভাগের নাম : ডাইরেক্টরেট অব কন্টিনিউইং এডুকেশন।)
পদের সংখ্যা : ৪টি ( স্থায়ী)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
পদের নাম : সহকারী মহিলা ওয়ার্ডেন। ( বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল)
পদের সংখ্যা : ১টি ( স্থায়ী)।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
পদের সংখ্যা: সহকারী টেকনিক্যাল অফিসার। (বিভাগের নাম : তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল।)
পদের সংখ্যা : ১টি ( স্থায়ী)।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
আবেদনের নির্ধারিত ফরম সংগ্রহের ঠিকানা : বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম regoffice.buet.ac.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ১২ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।
আবেদন ফি : ৭৫০ টাকা।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ: ২০ এপ্রিল, ২০২২।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :
https://regoffice.buet.ac.bd/wp-content/uploads/2022/03/Adv_ofcr_30_03_22.pdf