মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ৪ ধরনের পদে ১৯ জনকে নিয়োগ দেয়ার জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ৩টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী।
পদের নাম: ক্যাশিয়ার।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগের কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী।
পদের নাম: ক্যাশ সরকার।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী।
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ১৪টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, বরিশাল, পটুয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
বয়সসীমা : প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://mofl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি জমা দেওয়া: ১-৩ নম্বর পদের জন্য পরীক্ষা ফি, সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ৩১ মার্চ ২০২২, সকাল ১০টা থেকে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৫ মে ২০২২, বিকাল ৫টা পর্যন্ত।