মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের ১৪ থেকে ২০ গ্রেডের ৭টি পদের অর্থাৎ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হ্যাচারি টেকনিশিয়ান, পাম্প অপারেটর, গাড়িচালক, নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী ২ এপ্রিল বেলা তিনটা থেকে শুরু হবে। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি তিতুমীর কলেজে এ পদের পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে। রাজধানীর পাঁচটি কেন্দ্রে এ পদের পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে এই ওয়েবসাইট http://dof.teletalk.com.bd থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে। প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি আসনবিন্যাস দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.fisheries.gov.bd/sites/default/files/files/fisheries.portal.gov.bd/notices/c369a9ed_c4d0_4089_a218_487c47d7636a/2022-03-28-04-49-1de7b1e5b4a81981f1b1f6e8453335b1.pdf

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে