সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ মে হতে পারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১’ পেয়েছেন মোট কত জন?
ক. ১৪ জন খ. ১২ জন গ. ১৬ জন ঘ. ১৫ জন
উত্তর: ঘ. ১৫ জন।
২. ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস পালিত হয় কবে?
ক. ২৫ জানুয়ারি খ. ২২ জানুয়ারি গ. ২৩ জানুয়ারি ঘ. ২৪ জানুয়ারি
উত্তর: ঘ. ২৪ জানুয়ারি।
৩. বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র খ. জাপান গ. চীন ঘ. রাশিয়া
উত্তর: ক. যুক্তরাষ্ট্র।
৪. আইটি ফ্রিল্যান্সারের সংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে-
ক. প্রথম খ. অষ্টম গ. চতুর্থ ঘ. দ্বিতীয়
উত্তর: ঘ. দ্বিতীয়।
৫. পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
ক. গোয়ালন্দ খ. চাঁদপুর গ. ভৈরব ঘ. নরসিংদী
উত্তর: খ. চাঁদপুর।
৬. ব্রিটিশরা কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করে-
ক. ১৭৫৭ খ. ১৯০৫ গ. ১৮৭৫ ঘ. ১৯১১
উত্তর: খ. ১৯০৫।
৭. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. যমুনা খ. তিস্তা গ. করতোয়া ঘ. মেঘনা
উত্তর: গ. করতোয়া।
৮. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
ক. টেকনাফ খ. কক্সবাজার গ. খুলনা ঘ. পটুয়াখালী
উত্তর: ঘ. পটুয়াখালী।
৯. সিলেটের প্রাচীন নাম?
ক. শ্রীহট্ট খ. জালালাবাদ গ. শ্রীভূমি ঘ. আফজালাবাদ
উত্তর: খ. জালালাবাদ।
১০. শেখ মুজিবুর রহমানকে কখন ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়?
ক. ১৯৫৪ সালে খ. ১৯৬৬ সালে গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭১ সালে
উত্তর: গ. ১৯৬৯ সালে।