স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। চলতি বছর মেডিকেল কলেজে ভর্তির জন্য সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। বর্তমানে সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা ৪ হাজার ৩৫০টি। সে হিসেবে প্রতিটি আসনে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। গত বছর প্রতিটি আসনের বিপরীতে শিক্ষার্থী ছিল ২৮ জন। এটি আগের বছরের তুলনায় প্রতি আসনের বিপরীতে ৫ জন বেশি এবং ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছর সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল ২০২২ , শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ২২ এপ্রিল এবং বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।