স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। চলতি বছর মেডিকেল কলেজে ভর্তির জন্য সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। বর্তমানে সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা ৪ হাজার ৩৫০টি। সে হিসেবে প্রতিটি আসনে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। গত বছর প্রতিটি আসনের বিপরীতে শিক্ষার্থী ছিল ২৮ জন। এটি আগের বছরের তুলনায় প্রতি আসনের বিপরীতে ৫ জন বেশি এবং ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছর সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল ২০২২ , শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ২২ এপ্রিল এবং বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে