বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের প্রধান ও একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা কেন্দ্র। সাভারে প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও দিনাজপুরে রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র। বিকেএসপির মূল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় উচ্চমাধ্যমিক পর্যন্ত। তবে স্নাতক (পাস) ও বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিতেও কিছু শিক্ষাথীর ভর্তি করানো হয়।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, টেনিস, তীরন্দাজি, অ্যাথলেটিক, জিমন্যাস্টিকস, বক্সিং ইত্যাদি বিষয়ে শট কোর্স এবং দীর্ঘমেয়াদি কোর্স চালু রয়েছে।
চলমান ভর্তি বিজ্ঞপ্তিঃ
জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচী।
প্রশিক্ষণের নামঃ
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২০।
সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ সুবিধাসমূহ :
প্রশিক্ষণ চলাকালীন থাকা, খাওয়া ও সকল খেলার সরঞ্জামের ব্যয় বিকেএসপি বহন করবে।
ভালো ফলাফল কারী শিক্ষার্থীদেরকে সারটিফিকেট প্রদান করা হবে।
প্রশিক্ষণ চলাকালীন বা শেষে প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে
বিভাগসমূহঃ
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮টি বিষয়ে ক্রীড়া বিষযে পড়াশোনার সুযোগ রয়েছে। বিভাগগুলো হলো ক্রিকেট, ফুটবল, হকি, শ্যুটিং, আর্চারি, জুডো, উশু, তায়কোয়ান্দো, অ্যাথলেটিকস, বাস্কেটবল, সাঁতার, জিমন্যাস্টিকস, বক্সিং, টেনিস, ভলিবল, কারাতে ও টেবিল টেনিস।
আবেদনের যোগ্যতা :
বয়স অনুর্ধ ৮-১২ বছর
বয়স, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শীতা যাচাই করা হবে
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য:
বাংলাদেশ
আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থী অনলাইন এ আবেদন করতে পারবেন।
আবেদন করতে – http://bkspbd.com/?app=talent_hunt®type=Talent%20Hunt লগইন করে “ছাত্র/ছাত্রী” নির্বাচন করে ‘ফরমটি পূরণ করে Submit করতে হবে। পূরণকৃত ফরমের প্রিন্টকপি বাছাই পরীক্ষার সময় সাথে আনতে হবে।