ঢাকা মেডিকেল কলেজে রাজস্ব খাতে ৮ ধরনের পদে ১০২ জনকে অস্থায়ীভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট।
পদের সংখ্যা: ৫টি।
আবেদনের যোগ্যতা: মেডিকেল টেকনোলজি (ল্যাব) বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
পদের নাম: অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ১২টি।
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: ক্যাশিয়ার।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ /-
পদের নাম: গাড়িচালক।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ্রেড-১৫ এর ক্ষেত্রে ভারি যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ্রেড-১৬ এর ক্ষেত্রে হালকা যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-(গ্রেড-১৫) ও ৯,৩০০-২২,৪৯০/-(গ্রেড-১৬)
পদের নাম: কার্পেন্টার।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-
পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৭৮টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
বয়সসীমা : ২৭ জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://dmc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি জমা দেয়া : টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ১-৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৬-৮ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।