করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব নিয়োগ পরীক্ষা আবার কবে অনুষ্ঠিত হবে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ)
পদের নাম : সহকারী ব্যবস্থাপক ।
এ পদের লিখিত পরীক্ষা ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)
পদের নাম : ব্যক্তিগত সচিব ও অভ্যর্থক।
এ পদের নির্বাচনী লিখিত পরীক্ষা ২৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
এ পদের পরীক্ষা ২৮ জানুয়ারি বিকেলে ঢাকা শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক)
পদের নাম : সহকারী পরিদর্শক ।
এ পদের লিখিত পরীক্ষা ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মৎস্য অধিদপ্তর
পদের নাম : ক্ষেত্র সহকারী (‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’)।
এ পদের পরীক্ষা ২৮ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।