বাংলাদেশ রেলওয়েতে রাজস্ব খাতভুক্ত স্থায়ীভাবে সহকারী লোকোমোটিভ মাস্টার পদে ২৮০ জনকে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম : সহকারী লোকোমোটিভ মাস্টার।
পদের সংখ্যা : ২৮০টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় পাস।
বেতন স্কেল : ৯০০০-২১৮০০/-
বয়সসীমা : ১৫ জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
উপরোক্ত পদে যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ৩০ জানুয়ারি ২০২২, সকাল ১০টা থেকে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৬ মার্চ ২০২২, বিকাল ৫টা পর্যন্ত।