প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্প্রিং-২০২২ সেশনের এডমিশন ফেয়ার গত ১১ জানুয়ারি (মঙ্গলবার) গুলশানের ক্যাম্পাসে উদ্বোধন করা হয়। এডমিশন ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. আবুল লাইস এম. এস. হক এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রোগ্রাম ডিরেক্টর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা।

আগামী ২১ জানুয়ারি ২০২২ পর্যন্ত এডমিশন ফেয়ার চলাকালীন সময়ে সকল ভর্তির ওপর ১০% স্পেশাল টিউশন ফি ওয়েভার, বিশেষ উপহার সামগ্রী এবং ভর্তি ফি-এর ওপর ৫০% ওয়েভার দেওয়া হবে।

অনুষ্ঠানে উপাচার্য তার বক্তব্যে উপরোক্ত বিষয় তুলে ধরে নতুন শিক্ষার্থীদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সুনাগরিক হয়ে গড়ে ওঠার জন্য উৎসাহিত করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে