ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ৫টি সরকারি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে  ১০ ধরনের পদে ৫৪ জনকে নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরনের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী  নাগারিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা হয়েছে।

পদের নাম : ফিনান্সিয়াল এনালিস্ট । (সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান: বাংলাদেশ কৃষি ব্যাংক)

পদের সংখ্যা : ৪টি।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোনো ইন্সিটিটিউট হতে চার্টার একাউন্ট অথবা আইসিএমএ সার্টিফিকেট। সংশ্লিষ্ট ক্ষেত্রে  অন্যুন ২  বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল : ৪৩,০০০- ৬৯,৮৫০/-

পদের নাম : সিনিয়র অফিসার ( চিকিৎিসক )। (সংশ্লিষ্ট ব্যাংক/  আর্থিক প্রতিষ্ঠান: অগ্রণী ব্যাংক লি.)

পদের সংখ্যা : ২টি।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস পাস হতে হবে। বিএমডিসি হতে রেজিস্ট্রেশন সনদ প্রাপ্ত হতে হবে।

বেতন স্কেল : ২২,০০০ – ৫৩,০৬০/-

পদের নাম : সিনিয়র অফিসার ( প্রকৌশল- টেক্সটাইল )। (সংশ্লিষ্ট ব্যাংক/  আর্থিক প্রতিষ্ঠান: অগ্রণী ব্যাংক লি.- ৭টি এবং জনতা ব্যাংক লি-৩টি)

পদের সংখ্যা : ১০টি।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল (টেক্সটাইল ) বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম ২ টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা  প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণ যোগ্য হবে না।

বেতন স্কেল : ২২,০০০-৫৩০৬০/-

পদের নাম : সিনিয়র অফিসার (প্রকৌশল- ইলেকট্রিক্যাল )। (সংশ্লিষ্ট ব্যাংক/  আর্থিক প্রতিষ্ঠান:অগ্রণী ব্যাংক লি. –৩টি এবং জনতা ব্যাংক লি-২টি।)

পদের সংখ্যা : ৫টি

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল (ইলেকট্রিক্যাল ) বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম ২টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা  প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম : সিনিয়র অফিসার (প্রকৌশল-আর্কিটেকচার )।  (সংশ্লিষ্ট ব্যাংক/  আর্থিক প্রতিষ্ঠান: জনতা ব্যাংক লি.)

পদের সংখ্যা : ১টি।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল (আর্কিটেকচার ) বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে।  এসএসসি/সমমান এবং তদূধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম ২ টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা  প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণ যোগ্য হবে না।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম : সিনিয়র অফিসার (প্রকৌশল-লেদার টেকনোলজি )। (সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান: জনতা ব্যাংক লি.)

পদের সংখ্যা : ১টি।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে (প্রকৌশল –লেদার টেকনোলজি ) বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম ২টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা  প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণ যোগ্য হবে না।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম : সিনিয়র অফিসার (আইন)। (সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান:রপালী ব্যাংক লি-৩টি এবং বিএইচবিএফসি–১টি)

পদের সংখ্যা : ৪টি।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে।  মাধ্যমিক স্কুল সার্টিুফিকেট /সমমান এবং তদূধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম ২টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে।গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা  প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণ যোগ্য হবে না।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম : সিনিয়র অফিসার ( প্রকৌশল-মেকানিক্যাল)। (সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান:অগ্রণী ব্যাংক লি.- ১৫টি এবং জনতা ব্যাংক লি-৩টি।)

পদের সংখ্যা : ১৮টি।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে (প্রকৌশল– মেকানিক্যাল) বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম ২টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা  প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণ যোগ্য হবে না।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম : সাব–এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)। (সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান:সোনালি ব্যাংক লি-৫টি এবং বিএইচবিএফসি–৩টি।)

পদের সংখ্যা : ৮টি।

আবেদনের যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট /কলেজ হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম ২টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা  প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/-

পদের নাম :লাইব্রেরিয়ান। (সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।)

পদের সংখ্যা : ১টি।

আবেদনের যোগ্যতা:  স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রীসহ  কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে গ্রন্থগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮৬৪০/-

বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখে সব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

 

আবেদনপত্র জমা দেওয়া ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১ ফেব্রুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেইজ সংগ্রহের শেষ তারিখ ও সময়: ৩ ফেব্রুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন : https://erecruitment.bb.org.bd/career/dec282021_bscs_194.pdf

আবেদন ফি: পরীক্ষার ফি অফেরতযোগ্যে টাকা ২০০/-। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের Pyment Gateway রকেট এর মাধ্যমে প্রি-পেইড পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি দিতে হবে।

অনলাইন রেজিস্ট্রেশন : কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) -এর নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে