পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রাবার বোর্ডে ৭ ধরনের পদে ৩৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: ব্যাক্তিগত কর্মকর্তা।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রী। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
পদের নাম: ভান্ডার কর্মকর্তা।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রী। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
পদের নাম: ল্যাবরেটরি এসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: রসায়ন বিদ্যা,জৈব রসায়ন,উদ্ভিদ বিজ্ঞান বা কৃষি বিজ্ঞানসহ দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রী। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ১০টি।
আবেদনের যোগ্যতা: এইচএসসি পাশ। কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: আমিন/সার্ভেয়ার।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভে) উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
পদের নাম: গাড়ীচালক।
পদের সংখ্যা: ৭টি।
আবেদনের যোগ্যতা: জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ। BRTA কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সধারী এবং যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ১২টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের সিজিপিএতে পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
বয়সসীমা : ২৫ ডিসেম্বর ২০২০ তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।
অনলাইনে আবেদন করার ঠিকানা: http://brb.teletalk.com.bd ও www.rubberboard.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় : ১১ জানুয়ারি ২০২২, বিকাল ৫টা পর্যন্ত।